Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২১ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৬ ১৪২৮ ||  ১২ সফর ১৪৪৩

কুমিল্লায় মৃত্যু ১০, শনাক্ত ৪৩.৫ শতাংশ 

কুমিল্লা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ২৩ জুলাই ২০২১  
কুমিল্লায় মৃত্যু ১০, শনাক্ত ৪৩.৫ শতাংশ 

কুমিল্লায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩.৫ শতাংশ। 

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এই তথ্য জানান। 

সিভিল সার্জন জানান, নতুন করে মৃতদের মধ্যে চান্দিনা উপজেলায় ৩ জন, সদর দক্ষিণের ২ জন, ব্রাহ্মণপাড়ার ১ জন, মনোহরগঞ্জের ১ জন, তিতাসে ১ জন, দেবিদ্বারে ১ জন ও লাকসামের ১ জন রয়েছেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৪১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২২ জুলাই বিকেল থেকে ২৩ জুলাই বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৪৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৩ দশমিক ৫ শতাংশ। জেলায় এখন পর্যন্ত ২২ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ২৬ জন কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আর্দশ সদর উপজেলায় ১৩ জন, সদর দক্ষিণে ২ জন, বুড়িচংয়ে ৫ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, চান্দিনায় ৩৯ জন, চৌদ্দগ্রামে ৩ জন, দেবিদ্বারে ৫ জন, লাকসামে ১ জন, নাঙ্গলকোটে ১৩ জন, বরুড়ায় ১৬ জন, দাউদকান্দিতে ৩২ জন, লালমাইয়ে ১৩ জন, হোমনায় ১৭ জন, মুরাদনগরে ৫ জন, মনোহরগঞ্জে ১৪ জন, তিতাস ১ জন ও মেঘনার ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৯ জন। এ নিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯১৫ জনে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যদি এই মুহূর্তেও মানুষের মাঝে সচেতনতা না বাড়ে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
 

রহমান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়