ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নামাজ পড়ে হাঁটতে বের হয়ে বিআরবি’র (অব.) কর্মকর্তা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ২৫ জুলাই ২০২১   আপডেট: ০৯:৩২, ২৫ জুলাই ২০২১
নামাজ পড়ে হাঁটতে বের হয়ে বিআরবি’র (অব.) কর্মকর্তা নিহত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৫ জুলাই) সকালে কুষ্টিয়া বিআরবি কেবল ইন্ড্রাষ্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন বিআরবি গ্রুপের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন প্রতিদিন ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হতেন। প্রতিদিনের মতো আজো সকালে হাঁটতে বের হয়েছিলেন তিনি। বিআরবি গ্রুপের সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি বেপরোয়া মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ঘাতক মাইক্রোবাসটিকে আটক করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

কাঞ্চন কুমার/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়