ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খাগড়াছড়িতে ছেলের হাতে বাবা খুন, ছেলে আটক

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২১:১৬, ১০ সেপ্টেম্বর ২০২১
খাগড়াছড়িতে ছেলের হাতে বাবা খুন, ছেলে আটক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ছেলের হাতে মো. মিন্টু মিয়া (৫০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। ঘটনায় পর অভিযুক্ত ছেলে মো. জসিম উদ্দিন জনিকে (২৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামতলী বাঙালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মিন্টু মিয়ার ছেলে জসিম উদ্দিন জনি নিয়মিত নেশা করতেন। শুক্রবার জুম্মার নামাজের পর তিনি নেশাগ্রস্ত হয়ে বাড়িতে আসেন। এসময় মিন্টু মিয়ার সঙ্গে জনির কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে জনি তার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। হামলার পরপরই জনি সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন মিন্টু মিয়াকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষনা করে।

দীঘিনালা থানার উপ পরিদর্শক শেখ মিল্টন রহমান জানান, জনি রাতের অন্ধকারে দূরে পালিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিলেন। বাবাকে হত্যার পর থেকে জনি উপজেলার মধ্যবেতছড়ি এলাকায় লুকিয়ে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জনিকে  আটক করে।

বসু দাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়