ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে করোনায় ৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১০:১৩, ১৩ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রামে করোনায় ৬ মৃত্যু

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলায় ৫ জন এবং নগরীতে ১ জনের মৃত্য হয়।  এছাড়া একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৪ জন।

সোমবার (১৩ সেপ্টেম্বর)সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেন। 

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত গত ২৪ ঘণ্টার করোনা প্রতিবেদনে জানানো হয়, এই সময়ে চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে ১ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৪৭। নতুন শনাক্ত রোগীর মধ্যে ৩৮ জন মহানগর এলাকায় এবং ৩৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে, ২৪ ঘণ্টায় মারা গেছে ৬ জন। যাদের মধ্যে ৫ জন বিভিন্ন উপজেলায় এবং ১ জন চট্টগ্রাম নগরীতে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ