ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দিনাজপুরে পৌঁছলো আরো সোয়া লাখ করোনা টিকা 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২১  
দিনাজপুরে পৌঁছলো আরো সোয়া লাখ করোনা টিকা 

দিনাজপুর ইপি আই স্টোরে পৌঁছলো আরো ১ লাখ ২৫ হাজার করোনা ভাইরাসের সিনোফার্মের টিকা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল কুদ্দুস।

তিনি জানান, জেলায় প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ৯% মানুষ দুই ডোজ করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে সমর্থ হয়েছেন। 
দিনাজপুরকে করোনামুক্ত করতে হলে অন্তত ৮০% মানুষকে টিকা গ্রহণ করতে হবে। 

তিনি জানান, আজ (বৃহস্পতিবার) সকালে আরও ১ লাখ ২৫ হাজার ডোজ সিনোফার্মের ভেরোসেল কোভিড-১৯ টিকা জেলা ইপি আই স্টোরে এসে পৌঁছেছে।

তিনি দিনাজপুরবাসীদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, টিকা পেতে আপনারা নিবন্ধন করুন এবং এসএমএস পেলে টিকাকেন্দ্রে টিকা নিতে আসুন। নিকটস্থ টিকাকেন্দ্রে এসে টিকা গ্রহণ করুন। নিজেও সুস্থ থাকুন। আপনার প্রিয় মানুষদের সুরক্ষা নিশ্চিত করুন।

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়