ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝিনাইদহ আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৩ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:১২, ৩ অক্টোবর ২০২১

ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মালখানায় ভয়াবহ বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শফিকুল ইসলাম নামের এক লেদ মিস্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

ঘটনার পর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে চার সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) দুপুরে দেড়টার দিকে আদালতের মালখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের বসির শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রোববার আদালতের মালখানায় গণপূর্ত বিভাগের ইলেকট্রিক মিস্ত্রীরা কাজ করছিলেন। এ সময় সেখানে বিকট আওয়াজে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মালখানায় আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শফিকুল মারা যান।  

তারা আরো জানান, আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। একজনকে ঝিনাইদহ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমউল ইসলাম বলেন, ‘আমারা খবর পাওয়া মাত্রই সেখানে যাই। আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং আহতদের হাসপাতালে পাঠাই।’ কিভাবে বিস্ফোরণ ঘটছে জানতে চাইলে তিনি কিছু জানাতে পারেননি। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওয়েলডিং মেশিন বিস্ফোরণে এ ঘটনা ঘটছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানা যাবে।’ 

রাজিব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়