ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পীরগঞ্জে সহিংসতা: ৩৮ আসামি কারাগারে

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১৯ অক্টোবর ২০২১  
পীরগঞ্জে সহিংসতা: ৩৮ আসামি কারাগারে

রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের করিমপুরে জেলে পাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৩৮ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী এ আদেশ দেন। এর আগে দুপুরে ৪১ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নেয় পুলিশ।

আদালত পরিদর্শক গোলাম মোস্তফা জানিয়েছেন, বিচারক শুনানি শেষে ৪১ আসামির মধ্যে ৩৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপ্রাপ্তবয়স্ক তিনজনের বিষয়ে এখনও শুনানি হয়নি।

এদিকে, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া আসামি পরিতোষ সরকারকে আদালতে নেওয়া হয়েছে। তবে, তার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আদালত পরিদর্শক।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানিয়েছেন, হিন্দুপল্লিতে হামলার ঘটনায় দুটি মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটর ঘটনায় করা মামলাটি পরিদর্শক (তদন্ত) মাহবুব রহমান এবং ডিজিটাল আইনের মামলাটি এসআই সাদ্দাম হোসেন তদন্ত করছেন।

আমিরুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়