ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

পদ্মায় ধরা পড়লো ১৭ কেজি ওজনের কাতল

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৬ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:২১, ২৬ অক্টোবর ২০২১
পদ্মায় ধরা পড়লো ১৭ কেজি ওজনের কাতল

রাজবাড়ীর পদ্মায় ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার জেলে ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসেন।

আরও পড়ুন: ৮ কেজির কাতল ধরে ২ লাখ টাকা পুরস্কার

ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ও নুরু ইসলাম যৌথভাবে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ১৭ কেজি ওজনের মাছটি ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কাশিমপুরের এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, নদীতে বর্ষা মৌসুমে বড় বড় মাছ পাওয়া যায়। সেই মাছগুলো জেলেরা বিক্রি করতে আনলে ডাকের মাধ্যমে কিনে সামান্য লাভে বিক্রি করি আমরা। এই মাছগুলো সাধারণত শিল্পপতি বা বড় ব্যবসায়ীরা কিনে নেন। আজকের বড় কাতলটি সামান্য লাভে ঢাকায় বিক্রি করেছি।

সুকান্ত/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়