ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ২৬ অক্টোবর ২০২১   আপডেট: ০৮:০৭, ২৭ অক্টোবর ২০২১
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত

১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্ত জানাতে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে সময় নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত রাখবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপচার্য আব্দুল লতিফ, রেজিস্ট্রার সোহরাব আলী ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহার মধ‌্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাত ৮ টার দিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আবু জাফর হোসাইন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা বলেন, ‘আজ বিকাল সাড়ে ৪টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ ও রেজিস্ট্রার সোহরাব আলীর একটি বৈঠক হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে বৈঠকটি আমি নিজেই মধ্যস্থতা করে সেখানে উপস্থিতও ছিলাম। বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার সমাধানে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত সময় নিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরাও সেটা মেনে নিয়ে আন্দোলন স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।’

আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আবু জাফর হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২৮ নভেম্বর পর্যন্ত সময় নিয়েছেন এবং আমরা সেই পর্যন্ত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এর মাঝে অনুষ্ঠিত সব পরীক্ষাতেও আমরা অংশ গ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে বলা হয়েছে, তদন্তে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। যদি সেই শিক্ষিকার বিরুদ্ধে স্থায়ীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আইন দরকার, সেটি এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রনয়ণ হয়নি তাই সেটা প্রনয়ণ করতে সময় দরকার।’

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘আগামীকাল (২৭ অক্টোবর) যেহেতু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর একটি প্রতিনিধি দল এ ঘটনার তদন্তে আসবেন এবং এটি নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় এখনো কিছু নিয়ম ও আইন প্রনয়ণ হয়নি। তাই সেগুলোও করতে হবে এই সময়ের মধ্যে। তবে আবারও সিন্ডিকেট সভা বসবে।’

এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী ও ভারপ্রাপ্ত ভিসি ট্রেজারার আব্দুল লতিফকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

অদিত্য রাসেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ