ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যালট পেপার ছিনিয়ে সিল মারার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত 

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১১ নভেম্বর ২০২১  
ব্যালট পেপার ছিনিয়ে সিল মারার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত 

নেত্রকোনায় নৌকার সমর্থকরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সকাল থেকে তিন উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। এরপর দুপুরে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা শুরু করেন নৌকার সমর্থকরা।

পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপার উদ্ধারসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে ভোটকেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ জেলা সদর, আটপাড়া ও বারহাট্টা উপজেলার ২৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে সদর উপজেলার মদনপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।

তিন উপজেলার ২৫টি ইউনিয়নে ২৪৬টি ভোট কেন্দ্রে ৪ লক্ষ ৬৫ হাজার ৩৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৪৬ জন, কাউন্সিল পদে ৮১৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিল ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেবল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়