ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

একশ’ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৩ জন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৬, ২৬ নভেম্বর ২০২১  
একশ’ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৩ জন

ব্যাংক ড্রাফটের মাধ্যমে শুধুমাত্র ১শ’ টাকা জমা দিয়ে পুলিশ বাহিনীতে চাকরি পেলেন পাবনার ৫৩ জন তরুণ-তরুণী। শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে শারীরিক যোগ্যতাসম্পন্ন ও মেধাবীদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে নিয়োগ বোর্ডের প্রধান পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান নির্বাচিত পুলিশ সদস্যদের নিয়োগ সম্পন্ন করে তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা শেষে জেলার ৫৩ জন তরুণ-তরুণীকে চাকরি দেয়া হয়। ব্যাংক ড্রাফটে একশ’ টাকা জমা দিয়ে পুলিশে যোগ দিতে প্রায় ২ হাজার ১৪০ জন তরুণ-তরুণী অংশ নেয়।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের সকল পর্যায় শেষ করে ১১ দিনের বিভিন্ন ধাপের শেষ দিন ছিল বুধবার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১৯ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় এদিন রাত ১২টায়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনস অডিটোরিয়ামে প্রাথমিকভাবে মনোনিত ৪৫ জন পুরুষ ও ৮ জন নারীর নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, নিয়োগপ্রাপ্তদের সব ধরনের মেডিক্যাল চেকআপ বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়। স্বচ্ছতা ও সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করে এসব মেধাবীদের পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। 

শাহীন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়