ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নির্ধারিত সময় শেষেও চলছে ভোটগ্রহণ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৮:০৫, ২৮ নভেম্বর ২০২১
নির্ধারিত সময় শেষেও চলছে ভোটগ্রহণ

টাঙ্গাইলে ভোট প্রদানের নির্ধারিত সময় (বিকেল ৪টা) অতিবাহিত হলেও পৌরসভার ৬নং ওয়ার্ডের ঘাটাইল প‌শ্চিমপাড়ার তাহ‌ফিজুল কোরআন এব‌তেদায়ি নুরানি মাদ্রাসায় ভোটগ্রহণ চলছে।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটার‌দের দীর্ঘ লাইন দেখা গেছে। শত শত নারী-পুরুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

জানা যায়, বিকেল পৌনে ৫টা পর্যন্ত এই কেন্দ্রে ২০৯৮ ভোটা‌রের ম‌ধ্যে প্রায় ১৩৬৮ ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ করেছেন।

কেন্দ্রে আসা ভোটারদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ি‌য়ে রয়েছেন তারা। খুবই ধীরগতিতে চল‌ছে ভোটগ্রহণ। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন।

নির্বাচন-সংশ্লিষ্টরা জানান, ঘাটাইল পৌরসভায় এই প্রথম ইলেকট্রনিক ভো‌টিং মে‌শি‌নের (ইভিএম) মাধ‌্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ভোটগ্রহ‌ণে ধীরগতি হ‌য়ে‌ছে। এছাড়া দীর্ঘক্ষণ মে‌শিন চালু থাকায় সে‌টি স্লো (ধীরগ‌তি) হয়ে যা‌চ্ছে।

তাহ‌ফিজুল কোরআন এব‌তেদায়ি নুরানি মাদ্রাসা কে‌ন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান ব‌লেন, নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে এই কে‌ন্দ্রে প্রায় ৬০ শতাংশ ভোট প‌ড়ে‌ছে। এর ম‌ধ্যে ইভিএম মে‌শিন দীর্ঘক্ষণ চালু থাকায় ঠিকমতো কাজ কর‌ছে না। অনেক ভোটা‌রের হা‌তের আঙুলের ছাপ না আসায় ভোটগ্রহ‌ণে দে‌রি হ‌চ্ছে।

কাওছার/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ