ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে নৌবাহিনীর টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫০, ৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ০০:৫১, ৫ ডিসেম্বর ২০২১
চট্টগ্রামে নৌবাহিনীর টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সম্পন্ন 

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঈসা খাঁন ঘাঁটির টেনিস ও স্কোয়াশ কমপ্লেক্সে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মুনিরা রওশন ইকবাল। 

এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

৪ দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মংলা অঞ্চলের সমন্বয়ে গঠিত মোট ৫ টি দল অংশগ্রহণ করে। সমাপনী প্রতিযোগিতায় টেনিস এককে লে. কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি  কে লে. কমান্ডার সাহিল রহমান ০-০২ সেটে পরাজিত করেন। 

টেনিস দ্বৈতে কমান্ডার সাইফুর রহমান ও লে. কমান্ডার সাহিল রহমান জুটি কমান্ডার ইমতিয়াজ উদ্দিন ও লে. কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি জুটিকে ০২-০০ সেটে পরাজিত করে শিরোপা লাভ করেন। 

এছাড়া ভেটেরান টেনিসের দ্বৈত খেলায় অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও রিয়ার অ্যাডমিরাল লোকমানুর রহমান জুটি রিয়ার অ্যাডমিরাল এস এম এ কে আজাদ ও  কমডোর আব্দুল্লাহ আল মাকসুস জুটিকে ০৬-০৩ সেটে পরাজিত করে জয়ী হন। 

এদিকে, স্কোয়াশ প্রতিযোগিতায় কমান্ডার এহতেশামুল হককে কমডোর মুস্তাফিজুর রহমান ০১-০৩ সেটে পরাজিত করেন।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়