ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দিনাজপুরে উপসর্গে একজনের মৃত্যু, আক্রান্ত ৯৬

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৭ জানুয়ারি ২০২২  
দিনাজপুরে উপসর্গে একজনের মৃত্যু, আক্রান্ত ৯৬

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন বোরহান লিয়ন।

তিনি জানান, নতুন শনাক্ত ৯৬ জন নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৮৬ জন। নতুন একজনের মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯২। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ জন। বর্তমান রোগীর সংখ্যা ৬৪৮ জন। শনাক্তের হার ৪৫.৪৯%।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, আক্রান্ত ৯৬ জনের মধ্যে রয়েছেন জেলার সদর উপজেলায় ৩১ জন, বিরল উপজেলায় ১০ জন, চিরিরবন্দরে ১ জন, বীরগঞ্জে ১ জন, বোচাগঞ্জে ১ জন, বিরামপুরে ৫ জন, ফুলবাড়িতে জন ৯ জন, ঘোড়াঘাটে ২ জন, কাহারোলে ১ জন, খানসামায় ৯ জন ও পার্বতীপুরে ২৬ জন। তবে হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলায় নতুন করে কেউ আক্রান্ত হননি।  

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়