ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সয়াবিন তেল মজুত করায় ২ ব্যবসায়ীকে জরিমানা 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১৪ মার্চ ২০২২  
সয়াবিন তেল মজুত করায় ২ ব্যবসায়ীকে জরিমানা 

জামালপুর মেলান্দহ বাজারের দুটি দোকানের গোডেউনে অভিযান চালিয়ে সাড়ে ৮১ হাজার লিটার সয়াবিন মজুত করা অবস্থায় পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজে মজুদ ছিল ৫৬ হাজার লিটার সয়াবিন তেল। পরিমাণের অতিরিক্ত ভোজ্য তেল (সয়াবিন) মজুত করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির দায়ে গোডাউনের মালিক তপু সাহাকে ২০ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া জননী তেল ভান্ডারের মালিক মো. সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তার গোডাউনে পাওয়া গেছে সাড়ে ২৫ হাজার লিটার সয়াবিন তেল।

সিরাজুল ইসলাম বলেন, মের্সাস তপু এন্টারপ্রাইজের গোডাউনে ৩৭৩ টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল ও জননী তেল ভান্ডার নামে আরেকটি দোকানে ১৬৬ টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোনো রশিদ দোকানিদের কাছে ছিল না।

সেলিম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়