বিবিয়ানার বন্ধ থাকা ৫ কূপে গ্যাস উত্তোলন শুরু
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ থাকা ৫টি কূপে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এখনো একটি কূপে গ্যাস উত্তোলন বন্ধ আছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিবিয়ানায় নিয়োজিত শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান।
তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে তিনটি, সন্ধ্যায় একটি ও বৃহস্পতিবার ভোর থেকে আরও একটি কূপে গ্যাস উৎপাদন শুরু হয়েছে । বাকি একটি কূপে উৎপাদন শুরু হতে আরও কিছু সময় লাগবে।’
বন্ধ থাকা কূপ থেকে কবে নাগাদ গ্যাস উত্তোলন শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে শেখ জাহিদুর বলেন, ‘নির্দিষ্ট করে আসলে বলা সম্ভব নয় যে কতদিনের মধ্যে এটি সচল হতে পারে। আগামীকাল হতে আবার আরও দু-তিন দিন সময়ও লাগতে পারে।’
উল্লেখ্য, রোববার (৩ এপ্রিল) সকালে হঠাৎ বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। এ জন্য জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে।
মামুন/কেআই
আরো পড়ুন