ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ, মেডিকেল কলেজে ভর্তি হচ্ছেন আমিনা

ফারুক আলম, লালমনিরহাট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৬ এপ্রিল ২০২২   আপডেট: ১৮:২৬, ২৬ এপ্রিল ২০২২
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ, মেডিকেল কলেজে ভর্তি হচ্ছেন আমিনা

চিকিৎসক হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে চান আমিনা, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে এই শিরোনামে সংবাদ প্রকাশের পর আমিনার ভর্তি ও লেখাপড়ার খোঁজ নেন অনেকে। এরই ধারাবাহিকতায় আমিনার মেডিকেল কলেজে ভর্তি বাবদ আর্থিক সহায়তা প্রদান করেছেন ডা. বেলাল হোসেন বুলবুল।

রোববার (২৪ এপ্রিল) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমিনার হাতে নগদ সহায়তা প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আবুল কাশেম মহাবিদ্যালয়ের অধ্যাপক মাহসিনুল হক, আমিনার বাবা ও রাইজিংবিডির লালমনিরহাট প্রতিনিধি ফারুক আলম।

আমিনার বাবা আপ্লুত কণ্ঠে রাইজিংবিডিকে ধন্যবাদ জানান। তিনি মেয়ের জন্য সবার কাছে দোয় চান।

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া আমিনা বলেন, ‘আমার স্বপ্ন পূরণে রাইজিংবিডি ও বুলবুল ভাই পাশে দাঁড়িয়েছেন। দুজনের প্রতি আমি কৃতজ্ঞ। ভালো একজন ডাক্তার হতে সর্বোচ্চ চেষ্টা করবো, তবে সবার আগে ভালো মানুষ হবো।’

আবুল কাশেম মহাবিদ্যালয়ের অধ্যাপক মাহসিনুল হক বলেন, ‘রাইজিংবিডিকে ধন্যবাদ জানাই। তারা প্রত্যন্ত অঞ্চল থেকে খবর তুলে আনছে। আমিনার মতো সাহসী ও মেধাবী একজন মেয়ের পাশে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমিনার পাশে দাঁড়ানোর জন্য ডা. বুলবুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বুলবুলের মতো লোকদের এগিয়ে আশা প্রয়োজন। আমিনা দৃষ্টান্ত স্থাপন করেছে, সে কোনো কোচিং ছাড়াই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, আমিনার বাবা ২০১৬ সাল থেকে ক্যান্সারে আক্রান্ত। পেশায় একজন সবজি বিক্রেতা। পাঁচ সন্তানসহ সাত জনের সংসারে আমিনা চতুর্থ। চলতি বছর নীলফামারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান তিনি। তবে আর্থিক দুরবস্থার কারণে মেডিকেল কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে ডা. বেলাল হোসেন বুলবুলের সহায়তায় সেই সংশয় দূর হলো।

কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়