ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিএম কনটেইনারে আগুন: ৪ সংস্থার তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ৬ জুন ২০২২   আপডেট: ১০:৩৪, ৬ জুন ২০২২
বিএম কনটেইনারে আগুন: ৪ সংস্থার তদন্ত কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো’র ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে রোববার (৫ জুন) সরকারি ও বেসরকারি চারটি সংস্থা পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। 

সংস্থাগুলো-হলো চট্টগ্রাম জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। 

চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান জানান, বিএম কনটেইনারে অগ্নি দুর্ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলমকে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এদিকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, আগুনের ঘটনা এবং ৯ ফায়ার ফাইটারের মৃত্যুর ঘটনা তদন্তে ৭ সদস্যের আরো একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, উন্নয়ন ও পরিকল্পনা) লে. কর্ণেল রেজাউল করিমকে। কমিটিকে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস কর্তৃপক্ষ পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। 

রেজাউল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়