ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধরলায় পানি বেড়েছে, দেখা দিয়েছে ভাঙন

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ১৯ জুন ২০২২  
ধরলায় পানি বেড়েছে, দেখা দিয়েছে ভাঙন

ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে লালমনিরহাটে ধরলা নদীর পানি বেড়েছে। এতে মোগলহাট ও সদরের কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। নতুন করে গৃহহীন হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ।

অপরদিকে তিস্তা ব্যারেজ পয়েন্ট দিয়ে পানি প্রবাহ কখনো বাড়ছে আবার কখনো কমছে। তবে ভাটির কাউনিয়া পয়েন্ট দিয়ে পানি প্রবাহ বেড়েছে।

রোববার (১৯ জুন) সন্ধ্যায় দুই নদীর পানি প্রবাহের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুই নদীর পানি বৃদ্ধির ফলে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এতে ফসলি জমি, গবাদি পশুসহ ঘরবাড়ির চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। পানি বাড়ার কারণে ওই এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানি ও খাবার সংকট।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ধরণের স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে না। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি। রাতের বেশিরভাগ সময় নির্ঘুম কাটাতে হচ্ছে।

ফারুক/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়