ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সুন্দরগঞ্জে পোশাক শ্রমিককে গণধর্ষণ: কাউন্সিলরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২৭ জুলাই ২০২২   আপডেট: ১১:৪৫, ২৭ জুলাই ২০২২
সুন্দরগঞ্জে পোশাক শ্রমিককে গণধর্ষণ: কাউন্সিলরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ফটো

বিয়ের কথা বলে ঢাকা থেকে এক পোশাক শ্রমিককে গাইবান্ধার সুন্দরগঞ্জে এনে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর কাউন্সিলর হাবিবসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২৭ জুলাই) সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, সুন্দরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কাজ করতে গিয়ে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। ৬ জুলাই ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কামরুল ইসলাম তাকে নিয়ে সুন্দরগঞ্জের পৌর এলাকায় ভাড়া বাসায় ওঠেন । 

ওসি জানান, ৭ জুলাই থেকে ওই নারীকে আটকে রেখে সুন্দরগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাবিবসহ সাত জন মিলে তাকে ধর্ষণ করে বলে ওই নারী জানান। ২৫ জুলাই তিনি কৌশলে পালিয়ে সুন্দরগঞ্জ থানায় আসেন। পুলিশ ওই নারীকে ২৬ জুলাই পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে নেন। এরপর তিনি সাত জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেন। ঢাকা যাওয়ার আগ্রহ প্রকাশ করায় ওই নারীকে ২৬ জুলাই রাতের ঢাকামুখী বাসে তাকে তুলে দেওয়া হয়েছে। 

ওসি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সিদ্দিক আলম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ