ঝালকাঠির নদ-নদীর পানি বৃদ্ধি, ২০ গ্রামের মানুষ দুর্ভোগে
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:২৫, ১৪ আগস্ট ২০২২

ঝালকাঠিতে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রতিটি নদ-নদীর পানি। এতে তলিয়ে গেছে ২০টি গ্রাম। ফলে ওই সব গ্রামের মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
রোববার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে নদ-নদীর পানি বেড়ে গ্রামগুলো প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান, ‘জেলার সুগন্ধা, বিশখালি, হলতা ও বাসন্ডাসহ সব নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ’
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামাঞ্চল ছাড়াও জেলা শহরের চরাঞ্চল হাটু পানিতে তলিয়ে গেছে। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবারের রান্না-খাওয়া বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগ আরও বেড়েছে।
অলোক/ মাসুদ
আরো পড়ুন