ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিরাপদ হলের দাবিতে বরিশাল মেডিক্যালে শিক্ষার্থীদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১৭ আগস্ট ২০২২   আপডেট: ১৫:২৩, ১৭ আগস্ট ২০২২
নিরাপদ হলের দাবিতে বরিশাল মেডিক্যালে শিক্ষার্থীদের বিক্ষোভ 

আন্দোলনরত শের ই বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। 

নিরাপদ হলের দাবিতে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে অধ্যক্ষ কার্যালয় ঘেরাও করে  বিক্ষোভ করছে শের ই বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। 

বুধবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে অধ্যক্ষ কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। 

আরো পড়ুন:

শিক্ষার্থীরা জানায়, শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য ৩টি করে পৃথক ছয়টি হল রয়েছে। যার প্রতিটি হলের অবস্থাই জরাজীর্ণ। হলগুলোর ছাদের পলেস্তরা প্রতিনিয়তই খসে পড়ছে। অনেক সময় এতে অনেক শিক্ষার্থী আহত হচ্ছেন। 

মেডিক্যাল কলেজের আবাসিক ছাত্রী লিসা আক্তার বলেন, ‘ছাত্রী হলের অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয় আমাদের। এখন নিরাপদ হল আমাদের দাবি।’

এহসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘ছেলেদের তিন ছাত্রাবাসের মধ্যে হাবিবুর রহমান ছাত্রাবাসের অবস্থা খুবই খারাপ। গতরাতেও আমাদের এক সহপাঠীর রুমের পলেস্তরা খসে পরে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। আমাদের একটাই দাবি আমরা নিরাপদ হল চাই।’

শিক্ষার্থী তাহসিন আহম্মেদ বলেন, ‘হাবিবুর রহমান ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দ্রুত আবাসিক হলের ছাত্রদের আবাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়া আমাদের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু হল নির্মাণ করা হয়নি। আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণে দৃশ্যমান অগ্রগতি না ঘটলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’

শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, ‘কলেজে দুইটি আবাসিক হলের নির্মাণ কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। আমরা অতিদ্রুত কাজ শুরু করবো।’

স্বপন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়