ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওজনে কম দিয়ে লাখ টাকা জরিমানা গুনলেন চাল ব্যবসায়ী

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ২৯ আগস্ট ২০২২  
ওজনে কম দিয়ে লাখ টাকা জরিমানা গুনলেন চাল ব্যবসায়ী

কুষ্টিয়ার খাজানগরে ওজনে কম ও বেশি দামে চাল বিক্রির দায়ে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, ‘২৫ কেজির চালের বস্তায় ২-৩শ গ্রাম চাল কম দেওয়ায় হালিম অটো রাইস মিলের মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে বেশি দামে চাল বিক্রি করায় মেসার্স আয়েশা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, কুষ্টিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কাঞ্চন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়