ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশু ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:৫২, ৭ সেপ্টেম্বর ২০২২
শিশু ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বুশরা সাইয়েদা এ রায় দেন।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩২) এবং একই গ্রামের রহিম শেখের ছেলে নীল চাঁদ (৩০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের এক শিশু বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে যায়। এসময় খলিল ও নীল চাঁদ শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুই জন পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় খলিল ও নীল চাঁদকে আসামি করে মামলা করেন।

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি আইনজীবী শেখ সাইফুল হক বলেন, ‘মামলার দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে আদালত দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।’

শামীম/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়