ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমন ক্ষেত পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের চাষিরা

মোসলেম উদ্দিন, দিনাজপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২২  
আমন ক্ষেত পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের চাষিরা

ভালো ফলনের আশায় মাঠে কীটনাশক ছিটানোর কাজে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের আমন চাষিরা

আমন ধান ক্ষেতে সার ছিটানো, আগাছা পরিষ্কার ও কীটনাশক দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকেরা। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে দিনাজপুর জেলার ২ লাখ ৬০ হাজার ৮৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করেছেন কৃষকরা।

জেলার হাকিমপুর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে সবুজের সমাহার। ধান গাছ গামর হয়ে উঠেছে। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যেই গাছে শীষ বের হবে। আর তাই ধানের বাম্পার ফলনের আশায় কৃষকেরা ক্ষেতে ইউরিয়া সার বিঘাপ্রতি ১৫ থেকে ২০ কেজি ছিটানোর কাজ শুরু করেছেন। একই সঙ্গে তারা ক্ষেতের আগাছা দমন এবং পোকাদমনের জন্য কীটনাশক স্প্রে করছেন। 

চলতি আমন মৌসুমে শুরুর দিকে আবহাওয়া অনুকুলে না থাকায় জমিতে ধানের চারা রোপনের কিছুটা বিলম্ব হয়েছে কৃষকদের। তবুও প্রতিকূল আবহাওয়ার মধ্যে জমিতে পানি সেচ দিয়ে অনেক কৃষক ধানের চারা রোপণ করেছেন। বর্তমান প্রতিটি জমিতে পর্যাপ্ত বর্ষার পানি রয়েছে। এবার আমন চাষে খরচ কিছুটা বেশি হচ্ছে বলে জানান কৃষকেরা।

হাকিমপুর উপজেলার খট্টা-উচনা গ্রামের আতাউর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘এবার আমি ১২ বিঘা জমিতে আমন চাষ করেছি। জমিতে আগাছা দমন, কীটনাশক স্প্রেসহ সার ছিটাচ্ছি। গতবার ৮০০ টাকা দরে ইউরিয়া সারের বস্তা কিনেছিলাম। এখন সেই বস্তার দাম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।‘ 

উপজেলার মল্লা বাজারের কৃষক আজিজুল ইসলাম বলেন, ‘আল্লাহ দিলে জমিতে ধানের ফলন ভালোই হয়ছে। দুই বিঘা জমিতে আমন চাষ করেছি। বিঘাপ্রতি ১৮ থেকে ২০ মণ ধান ঘরে নেওয়ার আশা করছি। অল্প জায়গা তাই নিজেই সব কাজ করি, তাতে পোষাই ভাল। জিনিসপাতির দাম অনেক বেশি। তবুও চাষ করছি, তা না হলে খাবো কি?’

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা বলেন, ‘চলতি আমন মৌসুমে হাকিমপুর উপজেলায় ৮ হাজার ১১৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। মাঠে ফলন অনেক ভালো দেখা যাচ্ছে। আমরা কৃষকদের সব ধরনের কৃষি পরামর্শ দিয়ে সাহায্য করছি।’

দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান বলেন, ‘এবারের মৌসুমে জেলায় ২ লাখ ৬০ হাজার ৮৩৫ হেক্টর জমিতে কৃষকেরা আমন ধান চাষ করেছেন। ধানের ফলন ভালো হয়েছে। জেলার অনেক জায়গায় আমন ধান পাকতে শুরু করেছে। আশা করছি কৃষকেরা তাদের কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবেন।’

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়