ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লালমনিরহাটে ব্যবসায়ীর কর ফাঁকি, ব্যাংক হিসাব জব্দ

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ৮ অক্টোবর ২০২২  
লালমনিরহাটে ব্যবসায়ীর কর ফাঁকি, ব্যাংক হিসাব জব্দ

লালমনিরহাটের কাপড় ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আবুল কাশেম কর ফাঁকি দেওয়ায় রাজস্ব বোর্ড তার ব্যাংক হিসাব জব্দ করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (কর অঞ্চল রংপুর) চিঠি সূত্রে জানা যায়, লালমনিরহাট শহরের পুরান বাজার এলাকার রড ও কাপড় ব্যবসায়ী মেসার্স নরসিংদী এন্টারপ্রাইজ ও মেসার্স নরসিংদী আয়রণ এর স্বত্বাধিকারী আবুল কাশেমের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন কর না দেওয়ায় ৩টি মামলা তার বিরুদ্ধে আদালতে বিচারাধীন রয়েছে। চলতি অর্থ বছরে নতুন করে ৯ লাখ ১১ হাজার ৬৩১ টাকা কর ফাঁকির অভিযোগ পায় রাজস্ব বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ড (কর অঞ্চল রংপুর) গত ৪ অক্টোবর আদেশে আবুল কাশেমের সকল ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয়।

আবুল কাশেম ব্যাংক হিসাব জব্দের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। 
 

ফারুক/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়