ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শিবচরে জেলেদের হামলায় আহত ৪, ১০ লাখ মিটার জাল জব্দ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২২ অক্টোবর ২০২২  
শিবচরে জেলেদের হামলায় আহত ৪, ১০ লাখ মিটার জাল জব্দ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমসহ নৌ-পুলিশের দুই সদস্য এবং স্পিডবোট চালক আহত হয়েছেন।  এদিকে ঘটনার পরপরই যৌথ অভিযান চালিয়ে এক জেলেকে আটক করে পুলিশ। এসময় ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

 

শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

শিবচর মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকালে অন্যান্য দিনের মতো নৌ পুলিশের টিম নিয়ে অভিযানে যান উপজেলা মৎস কর্মকর্তা। কাঁঠালবাড়ী গোল চত্বর সংলগ্ন পদ্মা নদীতে অভিযান শুরু করলে জেলেরা অভিযান চালানো দলটিকে ঘিরে ধরে। জেলেদের ছোড়া ইটপাটকেলের আঘাতে মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, দুই পুলিশ সদস্য ও তাদের বহনকারী স্পিডবোটের চালক আহত হন। পরে খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্টকার্ড, র‌্যাবের সদস্যরা যৌথ অভিযান শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে মালেক মোল্লা (৫৫) নামের এক জেলেকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ১০ লাখ মিটার কারেন্ট জাল।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী বলেন, ‘সকালে মৎস্য কর্মকর্তা টিম নিয়ে অভিযানে গেলে জেলেরা তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। কাঁঠালবাড়ী সংলগ্ন নদী থেকে ১০ লাখ মিটারের বেশি কারেন্ট জাল জব্দ করা হয়েছে।’

শিবচর মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, ‘আমাদের ওপর হামলা চালায় জেলেরা। জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করে। আমি সহ মোট চারজন আহত হয়েছি। প্রাথমিক চিকিৎসা নিয়েছি । এরপর হামলার স্থান ও আশেপাশে ফের অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরো বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল আলমের নেতৃত্বে র‌্যাব, কোষ্টগার্ড, পুলিশ অভিযানে অংশ নেয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করাসহ বিপুল পরিমান নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে ওইসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।'

বেলাল রিজভী/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়