ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজশাহীতে বিএনপির সমাবেশ ৩ ডিসেম্বর

শিরিন সুলতানা কেয়া, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৮ অক্টোবর ২০২২   আপডেট: ১২:৫৯, ২৮ অক্টোবর ২০২২
রাজশাহীতে বিএনপির সমাবেশ ৩ ডিসেম্বর

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। এই সমাবেশের আগে স্থানীয় নেতাদের নিজেদের মধ্যকার দ্বন্দ্ব-বিভেদ ভুলে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাবেশ সফল করারও নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

রাজশাহীর বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তারা জানান, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহের সমাবেশে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা। এসব সমাবেশের চেয়েও রাজশাহীতে বড় সমাবেশ করার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে। এজন্য দ্বন্দ্ব-বিভেদ ভুলে নেতাদের এক হয়ে কাজ করতে বলা হয়েছে।

জানা গেছে, ৩ ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে একাধিকবার মাদ্রাসা ময়দানে সমাবেশ করার অনুমতি না পেলেও এবার বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন, পুলিশ তাদের মাদ্রাসা ময়দানেই সমাবেশ করার অনুমতি দেবে। আট জেলা থেকে নেতাকর্মীদের এনে তারা মাদ্রাসা ময়দান ভরাতে পারবেন।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা বলেন, ‘খুলনা, ময়মনসিংহ ও চট্টগ্রামে যে সমাবেশ হয়েছে, রাজশাহীতে তারচেয়েও বড় হবে। এজন্য প্রস্তুতি শুরু হয়েছে।’ 

কী রকম প্রস্তুতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের খানিকটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। সেগুলো কাটিয়ে উঠছি। কেন্দ্রই মিটিং করে এই সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে। সে অনুযায়ী কাজ হচ্ছে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘আমরাও বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিচ্ছি। এখানে বড় সমাবেশ হবে। এবার আমরা রাজশাহীর মাদ্রাসা ময়দানেই সমাবেশ করার অনুমতি পাব।’

/কেয়া/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়