ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রামেক হাসপাতালে ডেঙ্গুরোগীর মৃত্যু

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ৩ নভেম্বর ২০২২   আপডেট: ১১:১৩, ৩ নভেম্বর ২০২২
রামেক হাসপাতালে ডেঙ্গুরোগীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গুরোগী মারা গেছেন। তার নাম মোশাররফ হোসেন (৭২)। 

হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ নভেম্বর) দিবাগত রাতে তিনি মারা যান।

মোশাররফ হোসেনের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। 

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোশাররফ। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে তিন জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো।

পরিচালক আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি হতে শুরু করেন। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৭৩ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৪১ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় জন। ছাড়পত্র পেয়েছেন ১০ জন। চিকিৎসাধীন মোট ৪১ রোগীর মধ্যে নয় জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক।

শিরিন সুলতানা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়