বুদ্ধিজীবী দিবসে সিলেটে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:৩৭, ১৪ ডিসেম্বর ২০২২
আপডেট: ১০:৫২, ১৪ ডিসেম্বর ২০২২

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেটেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতক ও সামাজিক সংগঠন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সিলেটের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।
বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন সমূহ। সিলেটের বিভাগীয় কমিশনার, জেলাপ্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে দলটির নেতারা উপস্থিত ছিলেন।
নূর আহমদ/ মাসুদ
আরো পড়ুন