ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১৪ ডিসেম্বর ২০২২  
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালন করেছেন বাগেরহাটবাসী। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় বাগেরহাট শহরের ডাকবাংলোস্থ বধ্যভূমিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। 

প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা শহিদের প্রতি পুস্পস্তবক অর্পন করেন। পরে একে একে জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি পিসি কলেজ, বাগেরহাট প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পিটিআই, সড়ক বিভাগ, এলজিইডিসহ বিভিন্ন সংস্থা ও দপ্তর পুস্পস্তবক অর্পণ করে।  পরে জেলা পুলিশের একটি দল শহিদদের স্মৃতির উদ্দেশ্যে গার্ড অব অনার প্রদান করেন। 

আরো পড়ুন:

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন বাগেরেহাট কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মোনাজাত শেষে ভৈরবের তীরে অবস্থিত বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ আলম ফরাজী, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 

এর আগে বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রেলরোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এবং দলীয় কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগের নেতারা।

টুটুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়