ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হুইলচেয়ারে এসে বিজয় উদযাপন

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১৬ ডিসেম্বর ২০২২   আপডেট: ১০:৫২, ১৬ ডিসেম্বর ২০২২
হুইলচেয়ারে এসে বিজয় উদযাপন

শারিরীক অক্ষমতা তাদের ঘরে আটকে রাখতে পারেনি। বিজয় দিবসের ভোরেই তাই তারা ছুটে এসেছেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে পেরে উচ্ছ্বসিত তারা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ২৫ জন শারিরীক প্রতিবন্ধী হুইলচেয়ারে জাতীয় স্মৃতিসৌধে এসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরো পড়ুন:

পক্ষাঘাতগ্রস্ত তানজিলা আক্তার বলেন, ‘১৯৭১ সালে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর মাধ্যমে আমরা বিজয় পেয়েছি। স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা। এখানে আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে। নিজের চোখে অনেক মানুষের বিজয় উদযাপন দেখে মন খুশিতে ভরে যাচ্ছে।’

সিআরপির হেড অফ সোস্যাল ওয়ারফেয়ার মো. শফিউল্লাহ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে আমরা স্মৃতিসৌধে এসেছি। প্রতি বছরই আমরা এখানে আসি। এরই ধারাবাহিকতায় আমরা এবছরও এসেছি। এখানে প্রতিবন্ধী শিশু-কিশোররা আসতে পেরে অনেক খুশি।’

সাব্বির/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়