ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ডিমলায় পাউবো’র লোকজনের সঙ্গে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৭ ডিসেম্বর ২০২২  
ডিমলায় পাউবো’র লোকজনের সঙ্গে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ

নীলফামারীর ডিমলায় স্থানীয় লোকজনের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা নদী খননের ব্যবহৃত স্কেভেটর ও ঠিকাদারের ঘর পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বুড়ি তিস্তা নদীর ছোটপুল এলাকায় নদীর সীমানা নির্ধারণকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি লাইছুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের লোকজনের সঙ্গে বুড়ি তিস্তা নদীর সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় এলাকাবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি আমরা।

সিথুন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়