ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বাস্কেট সুপারশপকে লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৩১ ডিসেম্বর ২০২২  
চট্টগ্রামে বাস্কেট সুপারশপকে লাখ টাকা জরিমানা 

অননুমোদিত প্রশাধনী বিক্রির দায়ে চট্টগ্রামের খুলশীস্থ দ্যা বাস্কেট সুপারশপকে লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ও অননুমোদিত প্রশাধনীর বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, অবৈধ উপায়ে আমদানিকৃত এবং অননুমোদিত প্রশাধনী সামগ্রী বিক্রির দায়ে দ্যা বাস্কেট সুপারশপকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
অভিয়ানে এই প্রতিষ্ঠান থেকে প্রস্তুতকারক/উৎপাদনকারী/আমদানীকারক/বিপণনকারীর নাম ঠিকানা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় বিপুল পরিমাণ শ্যাম্পু, টুথপেস্ট ও সাবান জব্দ করা হয়।

আরো পড়ুন:

এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, অবৈধ, ভেজাল প্রশাধনী, শিশুখাদ্য ও শুল্ক ফাঁকি দেওয়া পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান জোরদার করা হবে। 
 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়