ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পর্যটকদের পদচারণায় মুখর সুন্দরবন

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১ জানুয়ারি ২০২৩  
পর্যটকদের পদচারণায় মুখর সুন্দরবন

ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সুন্দরবন দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। তীব্র শীত উপেক্ষা করে রোববার (১ জানুয়ারি) ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে পর্যটকবাহী লঞ্চ ও ট্রলার যোগে দর্শনার্থীরা সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ও হাড়বাড়িয়াসহ বনের গহিনে প্রবেশ করতে শুরু করেন। 

দর্শনার্থীদের অনেকেই বন্ধু-বান্ধবদের সঙ্গে, আবার কেউ কেউ সপরিবারে সুন্দরবনে ছুটে এসেছেন। 

এদিকে পর্যটকের ভিড় বাড়ায় হিমশিম খেতে হচ্ছে পর্যটন ব্যবসায়ী ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের। পর্যটকদের নিরাপত্তায় বন বিভাগ ও পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।   

সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রে ঢাকা থেকে আসা সাবিনা জাহান চম্মা বলেন, ‘এখানে কুমির, বানর ও হরিণসহ নানা প্রজাতির প্রাণী দেখেছি। সত্যি অনেক ভালো লেগেছে। সুন্দরবনে পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে এসে প্রকৃতির সৌন্দয দেখে মুগ্ধ হয়েছি।’  

ঢাকার বিক্রমপুর থেকে আসা অপর দর্শনার্থী সাইফুল ইসলাম বলেন, ‘অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম। এবার সুযোগ হলো। বনের বিভিন্ন প্রজাতির গাছপালা, পশু-পাখি, বন্যপ্রাণী দেখে  আমাদের ভালো লেগেছে।  করমজলে কৃত্রিম  পদ্ধতিতে  তৈরি  সুউচ্চ ওয়াচ টাওয়ার, ফুট টেইলারসহ বিভিন্ন আকর্ষণীয় স্থাপনাও আমাদের আকৃষ্ট করেছে।’   

সুন্দরবন লাইভ ট্যুর'সের মালিক গোলাম রহমান বিটু বলেন, ‘নববর্ষ উদযাপনে দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের আনাগোনায় হিরণ পয়েন্ট, কটকা ও কচিখালী উৎসবমুখর হয়ে উঠেছে।  কয়েকটি লঞ্চ সুন্দরবনের গহীনে পর্যটকদের নিয়ে অবস্থান করছে।’ 

তিনি আরও বলেন,  ‘সুন্দরবনের গহীনে হিরণ পয়েন্ট, কটকা, কচিখালী, দুবলার চরে রয়েছে সরাসরি সূর্যদয় ও সূর্যাস্ত দেখার অপার সুযোগ। সাগর পাড়ে বনের অভ্যন্তরে হেঁটে বেড়ানো হরিণ, বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখে সবাই মুগ্ধ হচ্ছেন।’ 

সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, ‘নববর্ষ উদযাপনে পর্যটকরা বড় বড় লঞ্চ নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে অবস্থান করছেন। আবহাওয়া ও  পরিবেশ ভালো থাকায় এ মৌসুমে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গেছে।  বন বিভাগের ঢাংমারী ও চাঁদপাই স্টেশন থেকে পাস (অনুমোদন) নিয়ে দর্শনার্থীরা সুন্দরবনে প্রবেশ করছেন।’  

তিনি আরও বলেন, ‘পর্যটকরা আজ সকাল থেকে লঞ্চ, ট্রলার ও জালিবোটে করে বনের আকর্ষণীয় স্পটগুলো ঘুরে দেখছেন। তারা উৎসব ও আনন্দ করে নিজেদের প্রিয় মানুষের সঙ্গে সময় উপভোগ করছেন।’ 

টুটুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ