ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী 

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৫:১৪, ৭ জানুয়ারি ২০২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী 

চুয়াডাঙ্গা ও পাশের জেলাগুলো ঘণ কুয়াশার চাদরে ঢেকে আছে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে। 

শনিবার (৭ জানুয়ারি) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আজ বেলা করে সূর্যের দেখা মিলেছে। 

তীব্র শীতের কারণে দুর্ভোগ বেড়েছে জেলার খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। বেড়েছে ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগব্যাধি। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত এক সপ্তাহে ৫শ‌র বেশি রোগী চিকিৎসা নিয়েছে। এছাড়া নিউমোনিয়ায়  ১ শিশুসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি-বেসরকারিভাবে শীতার্তদের মাঝে ২১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। 

এম এ মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়