৭ দিন পর কুড়িগ্রামে দেখা মিললো রোদের
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রায় সাত দিন ধরে কুয়াশায় ঢাকা ছিলো কুড়িগ্রাম। বেলা গড়ালেও মিলছিল না রোদের দেখা। তবে আজ সোমবার (৯ জানুয়ারি) সেই চিত্র একেবারেই ভিন্ন। দেখা মিলেছে সূর্যের আলোর। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ফলে জনজীবনে ফিরে আসতে শুরু করেছে স্বস্তি। এর আগে গতকাল রোববার কিছু সময়ের জন্য কুড়িগ্রামে কিছুটা রোদ দেখা গিয়েছিল।
কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের আবহাওয়া পর্যবেক্ষক তুহিন জানান, সোমবার সকাল ৬টার দকে উত্তরের এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ৯টার দিকে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াসে।
এর আগে গত এক সপ্তাহ ধরে ঘন-কুয়াশা এবং উত্তরের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছিল জন-জীবন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কৃষক রবিউল ইসলাম জানান, ‘দিনে সূর্যের উঞ্চতা অনেকটাই বেড়েছে। বেশিক্ষন সূর্যের আলোয় দাঁড়ানো যাচ্ছে না। গরম কাপড় ছাড়াই বের হতে পারছি। মাঠে কাজ করছি।’
রিকশা চালক আলম বলেন, ‘গত এক মাস ধরে কনকনে ঠান্ডা ছিল। খুব কষ্টে ছিলাম। ঠিকমতো রিকশা চালাতে পারিনি। ফলে আয়ও কম হচ্ছিল। গতকাল থেকে ঠান্ডা অনেকটাই কমে গেছে। আজতো চারপাশ সূর্যের আলোয় আলোকিত। এখন ভালো লাগছে।’
এদিকে, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে শীতার্ত মানুষদের মধ্যে ৩৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত ৩৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরো ২৫ হাজার কম্বল পেয়েছি। শীতের তীব্রতা বাড়লে সেগুলো বিতরণ করা হবে।
বাদশাহ সৈকত/ মাসুদ
আরো পড়ুন