ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খাগড়াছড়িতে আর্ধবেলা সড়ক অবরোধ পালিত

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৫ জানুয়ারি ২০২৩  
খাগড়াছড়িতে আর্ধবেলা সড়ক অবরোধ পালিত

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ডাকে রোববার (১৫ জানুয়ারি) খাগড়াছড়িতে অর্ধবেলা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে সংগঠনটি এ সড়ক অবরোধের ডাক দেয়। 

অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন। তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: খাগড়াছড়িতে অর্ধদিবস অবরোধ চলছে

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে ছেড়ে আসা নৈশকোচগুলোকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাহারায় খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছে দিতে দেখা গেছে। এছাড়াও সাজেকগামী পর্যটকদের পুলিশ প্রহরায় পৌঁছে দেওয়া হয়।

এদিকে, আগামীকাল সোমবার ১৬ থেকে ১৯ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্যান্য সদস্যরা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলায় সফর করবেন।

প্রসঙ্গত, গত  শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলা সদরে চেঙ্গী স্কোয়ারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

আজাদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়