ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

একাত্তর টেলিভিশনের প্রতিনিধিকে অপহরণের চেষ্টার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ১৬ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:৪৩, ১৬ জানুয়ারি ২০২৩
একাত্তর টেলিভিশনের প্রতিনিধিকে অপহরণের চেষ্টার অভিযোগ

একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি আশরাফ সিজেল

সাভারে খাস জমি দখল চেষ্টা নিয়ে প্রতিবেদন প্রচার করায় একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি আশরাফ সিজেলকে অপহরণের চেষ্টা করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুর ২টার দিকে পৌরসভার ভাটপাড়া এলাকায় ভুক্তভোগী ওই সাংবাদিকের ভাড়া বাসার সামনে এই ঘটনা ঘটে। 

এদিকে, ওই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মারধর, অপহরণসহ হত্যাচেষ্টার অভিযোগ করেছেন। পরে পুলিশ একজনকে আটকও করেছে।

সাংবাদিক আশরাফ সিজেল বলেন,  ‘৪-৫ দিন আগে আমিনবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দুর্ভোগের সংবাদ সংগ্রহের জন্য আমি সেখানে যাই। ইউনিয়ন পরিষদের দুইতলা ভবনটি ১৯৮৫ সালে নির্মিত হয়েছে। এরপরে আর সংস্কার করা হয়নি। ইউএনও ৫ মাস আগে চিঠি দিয়ে ঝুঁকিপূর্ণ এই পরিষদ ভবন পরিত্যক্ত করে অন্য জায়গায় ভাড়া নেওয়ার জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেন। আমি এই বিষয়ে ইউএনও ও চেয়ারম্যানের বক্তব্য সংগ্রহ করি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পাশের খাসজমি ইজারার নামে একটা প্রভাবশালী লুটপাট করে খাচ্ছে এমন একটা প্রতিবেদন করি। এটা নিয়েই উপজেলা চেয়ারম্যান আমার উপর ক্ষুব্ধ হন। আজকে (গতকাল) সারাদিন উপজেলা চেয়ারম্যান রাজীবের লোকজন আমাকে অনুসরণ করে। যখন আমি আমার বাসা ভাটপাড়ার দিকে আসছিলাম তখন মহসিন বাবু, ফেসবুক সাংবাদিক রওশন ও উপজেলা চেয়ারম্যানের ৮-১০জন ক্যাডার পিস্তল নিয়ে আমাকে অপহরণের চেষ্টা করে এবং মারধর করে। আমি কোনোভাবে নিজেকে বাচিয়ে সেখান থেকে পালিয়ে আসি। পরে ৯৯৯ এর কল পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

এদিকে অভিযোগ অস্বীকার করে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব বলেন, ‘আমি তো এবিষয়ে কিছুই জানি না। এখন শুনি আমার নামেও অভিযোগ দেওয়া হয়েছে। আমি চাই যদি ওই সাংবাদিকের উপর কেউ হামলা করে থাকে তাকে যেন আইনের আওতায় আনা হয়।’ 

তিনি আরও বলেন, ‘আমাকে জড়িয়ে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে আমি সেটিরও তদন্ত চাই।’ 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘ভুক্তভোগী সাংবাদিকের লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে বাবু নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সাব্বির/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়