ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ২১ জানুয়ারি ২০২৩  
আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বগুড়া-৬ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী  আব্দুল মান্নান আকন্দকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা শহরের বড়গোলা টিনপট্টি এলাকার ‘শুকরা কমিউনিটি সেন্টারে’ অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করেন।  

আব্দুল মান্নান আকন্দের বড় মেয়ে মারুফা মুনমুন বলেন, তাদের বাসা সংলগ্ন শুকরা কমিউনিটি সেন্টারের সামনে একটি এলইডি ডিপ্লেস সাইন রয়েছে। ডিজিটাল ওই ডিসপ্লেতে আমার বাবার একটি নির্বাচনী পোস্টার লাগানো হয়েছিল। গতকাল রাত পৌনে ৮টার দিকে একজন ম্যাজিস্ট্রেট এসে এভাবে পোস্টার লাগানোকে নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হিসেবে জানান এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। বাসায় তখন আব্বু ছিলেন না বলে আমার আম্মু জরিমানার ওই টাকা পরিশোধ করেন। 

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন বলেন, নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে ওই প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট নাসিম রেজা ওই অভিযান পরিচালনা করেন।

এনাম/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়