ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নার্সকে লাঞ্ছিতের অভিযোগ সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ২২ জানুয়ারি ২০২৩  
নার্সকে লাঞ্ছিতের অভিযোগ সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদা ইয়াসমিন নামের এক নার্সকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে সাবেক যুবলীগ নেতা মাসুদ রানার বিরুদ্ধে।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনডিসি কর্নারে এ ঘটনা ঘটে। মাসুদ শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুরের সৌদিপাড়ার দুরুলের ছেলে ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে কর্মরত ছিলেন নার্স ফরিদা ইয়াসমিন। এসময় তার কাছে ডায়াবেটিসের ওষুধ চান মাসুদ রানা।

ডায়াবেটিসের ওষুধ নাই জানালে ওই নার্সের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ অশালীন আচরণ করেন মাসুদ রানা। একপর্যায়ে সাবেক যুবলীগ নেতা তার পায়ের জুতা খুলে ফরিদা ইয়াসমিনকে মারতে আসলে তিনি জ্ঞান হারান।

পরে ওই নার্সকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসিফ আহমেদ সৌরভ বলেন, ‘মাসুদ বর্তমানে কোনো পদে নেই। পূর্বের কমিটিতে তার নাম ছিল।’

ভুক্তভোগী ফরিদা ইয়ামিন বলেন, ‘হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সরবরাহ না থাকায় মাসুদকে ওষুধ দিতে পারিনি। এতেই তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ অশালীন আচরণ করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

অভিযুক্ত মাসুদ রানা বলেন, ‘নার্সের সঙ্গে শুধু কথা-কাটাকাটি হয়েছে। আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি। এক রোগীর সঙ্গে ওই নার্স খারাপ আচরণ করেছিলেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ওই নার্সের শারীরিক অবস্থা অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মেহেদী/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ