ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির কাছে ভোটের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ: ছাত্রলীগ সভাপতি

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ২৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ২২:৫৪, ২৭ জানুয়ারি ২০২৩
বিএনপির কাছে ভোটের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ: ছাত্রলীগ সভাপতি

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘বিএনপির কাছে মানুষের ভোটের চেয়ে তাদের লাশ গুরুত্বপূর্ণ। তাদের কাছে বাংলাদেশের সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ।’

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করে জেলা ছাত্রলীগ।

সাদ্দাম হোসেন বলেন, ‘আগামী দিনে বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য, অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে ছাত্রলীগ। ছাত্রসমাজের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে বিএনপির রাজনৈতিক পরাজয় নিশ্চিত করা হবে।’

এসময় নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতেই হবে। উন্নয়ন চাইলে এর বিকল্প নেই। নৌকার প্রার্থী মানেই শেখ হাসিনা, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়।’

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নূরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ।

লিটন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়