ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুন্দরগঞ্জে আগুনে ২ বসতবাড়ি ভস্মীভূত

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৯ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৭:১৩, ২৯ জানুয়ারি ২০২৩
সুন্দরগঞ্জে আগুনে ২ বসতবাড়ি ভস্মীভূত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ওই পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ঘুম ভেঙে আগুন দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তারা।

স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। তবে নিমিষেই দুটি বসতবাড়ি ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম বলেন, ‘আগুনে হামার সব শ্যাষ হইয়া গেলো। তিনদিন আগোত একটা এনজিও থাকি টাকা তুলছি সেটাও আগুনে পুড়ি গেলো। সব মিলেয়ে আট লাখ ট্যাকার মালামাল পুড়ি ছাই হইছে।’

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্যাহ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আপাতত কম্বল দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

শামীম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়