ঢাকা     শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩১

রংপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৩০ জানুয়ারি ২০২৩  
রংপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

রংপুরের মিঠাপুকুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় রমজান আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার লালবাগ-ভেন্ডাবাড়ী সড়কের গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান আলী মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ভেন্ডবাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে গোপালপুর নামক স্থানে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ইটবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় স্কুল শিক্ষক রমজান আলীর মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

আমিরুল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়