ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিন দিনেও খোঁজ মেলেনি প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৩০ জানুয়ারি ২০২৩   আপডেট: ২৩:০০, ৩০ জানুয়ারি ২০২৩
তিন দিনেও খোঁজ মেলেনি প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির দল ছুট নেতা আবদুস সাত্তার ভূঞার প্রধান প্রতিদ্বন্দ্বী আবু আসিফ আহমেদের তিন দিন খোঁজ নেই।

প্রায় ৬৯ ঘণ্টা পার হলেও প্রশাসন তাকে খুঁজে বের করতে পারেনি। তার স্ত্রী মেহেরুননিছা মেহেরীনও বাসায় নেই। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা থেকে তার স্ত্রীর মুঠোফোন বন্ধ রয়েছে। বাসায় গিয়েও তার দেখা মেলেনি। 

আবু আসিফ আহমেদের নিখোঁজ হওয়ার অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ঢাকার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেছেন, স্থানীয় জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা নির্বাচন কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম বলেন, ‘ইসি আমাদের কাছে প্রতিবেদন চেয়েছেন। আমরা সেটির জবাব দিয়েছি।’ 

রুবেল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়