ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চলন্ত বাস থেকে নামতে গিয়ে প্রাণ গেলো যাত্রীর 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৩১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১২:৪৯, ৩১ জানুয়ারি ২০২৩
চলন্ত বাস থেকে নামতে গিয়ে প্রাণ গেলো যাত্রীর 

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবাব (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত যাত্রীর নাম দেলোয়ার মন্ডল। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রসুলপুর গ্রামের আশেক নুর মন্ডলের ছেলে। তিনি কোনাবাড়ি বাইমাইলের নাজমুল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, গতকাল রাতে কোনাবাড়ী থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাস থেকে নামার চেষ্টা করেন এক যাত্রী। এসময় ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, ঘাতক তাকওয়া পরিবহনের গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালাতক রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়