ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‌‘ভোট দিলাম দুইবার’

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ১ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১০:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৩
‌‘ভোট দিলাম দুইবার’

ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ উপ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আর এই নির্বাচনে নিলি রানী নামে এক নারী ইভিএমে দুইবার ভোট দিয়েছেন। যদিও তার ভোট গ্রহণ হয়েছে একটি। 

লোহাগাড়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে ভোট দিতে আসেন নিলি রানী। কেন্দ্রে ভ্রাম্যমাণ বুথের ২ নম্বর কক্ষে লাইনের প্রথমে দাঁড়িয়ে ছিলেন তিনি। ভোট গ্রহণ শুরু হলে ইভিএম মেশিনে এবারই প্রথম ভোট দেন তিনি। বুথ থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে ভোট গ্রহণকারী কর্মকর্তা জানান, ইভিএম মেশিন ভোট গ্রহণ সম্পন্ন করতে পারেনি। পরে সাময়িক ভোট গ্রহণ বিলম্ব হওয়ার পর আবারও ভোট দেন তিনি৷ 

আরো পড়ুন:

নিলি রানী রসিকতা করে জানান, ইভিএম মেশিনে দুইবার ভোট দিলাম, প্রথমবার মেশিনে ত্রুটির কারণে ভোট নাকি হয়নি। পরে আবারও দিয়েছি। তবে অনেক্ষণ অপেক্ষা করতে হয়েছে। 

একই কেন্দ্রের চার নম্বর কক্ষে আরেকটি ইভিএম মেশিনে ভোট দিতে এসেছিলেন দিনেশ চন্দ্র। ওই কক্ষেও ইভিএম মেশিনের ত্রুটি দেখা দেয়।

ভোটার দিনেশ চন্দ্র বলেন, কি কারণে সমস্যা হচ্ছে আমি জানি না। আমি এই মেশিনে প্রথম ভোট দিচ্ছি। শুরুতেই এমন সমস্যা ভোটারদের দুশ্চিন্তায় ফেলবে। ভোটারদের যেন ভোগান্তি না হয় সেদিক বিবেচনা করে দ্রুত সমাধান জরুরি। 

চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আল মাবুদ জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৭০৬ জন। যথা সময়ে ভোট গ্রহণ শুরু হলেও কয়েকটি মেশিনে ত্রুটির কারণে ভোট নিতে বিলম্ব হচ্ছে। আমরা নির্বাচন অফিসে যোগাযোগ করেছি। 

ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনের উপ নির্বাচনে মোট ১২৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রত্যেকটিতেই ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হচ্ছে। 

মঈনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়