ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাসে দেড় কোটি টাকার গ্যাস চুরি

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৩:৪৭, ১ ফেব্রুয়ারি ২০২৩
মাসে দেড় কোটি টাকার গ্যাস চুরি

ঢাকার সাভারে একটি স্পিনিং মিল এবং একটি কাগজ তৈরির কারখানায় বছরের পর বছর ধরে অবৈধ উপায়ে প্রায় দেড় কোটি টাকার অধিক গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে। কারখানা দুটির সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। 

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার পৌর এলাকার পূর্ব রাজাশনে মারহাবা সিনথেটিক স্পিনিং মিল ও সুইচ কোয়ালিটি পেপার বিডি লিমিটেড নামে দুটি কারখানায় অভিযান পরিচালনা করে তিতাস। অভিযান চলাকালীন কারখানা দুটির কর্তাব্যক্তিরা সটকে পড়লে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত মো. সায়েম জানান, মারহাবা সিনথেটিক স্পিনিং মিল থেকে গোপনে পার্শ্ববর্তী সুইচ কোয়ালিটি পেপার বিডি লিমিটেড কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়া হয়েছিল। কয়েক বছর ধরে পেপার মিলটিতে ১০ টন ওজনের দুটি ব্রয়লার ও উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি জেনারেটরের মাধ্যমে এই চোরাই গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এতে প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকার সরকারি গ্যাস চুরি করে ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে তিতাসের পক্ষ থেকে একটি দল রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ ঘটনায় সরকারি সম্পদ চুরির অভিযোগে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

সাব্বির// 

সর্বশেষ

পাঠকপ্রিয়