প্রাক্তনের প্রতারণা, পুনরায় বিয়ের দাবিতে নারীর থানায় অনশন
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আসাদুজ্জামান
বরগুনায় আসাদুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবলের প্রাক্তন স্ত্রী প্রতারণার শিকার হয়ে পুনরায় তাকে বিয়ের দাবি নিয়ে থানায় অনশন করছেন।
সোমবার (৩০ জানুয়ারি) রাত আটটার দিকে তালতলী থানায় ওই নারী অনশন শুরু করেন। আসাদুজ্জামান তালতলী থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।
ওই নারী সাংবাদিকদের জানান, ২০১৯ সালে বরগুনার বেতাগী থানায় আসাদুজ্জামান কর্মরত থাকাকালীন ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে পরিচয় এবং প্রেম। গত বছর বেতাগী কাজী অফিসে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন তারা। এরপর বেতাগীতে বাসা ভাড়া নিয়ে সংসার জীবন শুরু করেন। কিন্তু এর কিছুদিন পর পারিবারিক কলহের জেরে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু কিছুদিন পরে আসাদুজ্জামান পুনরায় তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। যোগাযোগে ব্যর্থ হয়ে তাদের অন্তরঙ্গ ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করলে তিনি সাড়া দেন। চলতি বছরের ২৩ জানুয়ারি পুনরায় বিয়ের কথা বলে কুয়াকাটায় একটি হোটেলে দুজন রাত্রিযাপন করেন। কিন্তু পরদিন সকালে বিয়ে না করে পালিয়ে আসেন আসাদুজ্জামান। এরপর তিনি বিয়ের দাবিতে সরাসরি থানায় চলে আসেন।
ওই নারী বলেন, ‘বিয়ে না হওয়া পর্যন্ত আমি থানা থেকে বের হবো না। আসাদুজ্জামানের সঙ্গে আমার যদি বিয়ে না হয় তাহলে আমি থানার সামনে আত্মহত্যা করবো।’
এ বিষয়ে পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান বলেন, আমি বিয়ে করবো। আমাদের ভেতরে এখন আর কোনো ঝামেলা নেই। আমি আজকে ছুটি নিয়ে বাড়িতে যাব। সেখানে আমাদের বিয়ে হবে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু রাইজিংবিডিকে বলেন, থানার পুলিশ কনস্টেবল আসাদুজ্জামানকে বিয়ের দাবিতে এক তরুণী থানায় এসেছে। বিষয়টি আমরা দেখছি।
ইমরান//
আরো পড়ুন