ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ গড়তেই নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২০:৩৫, ২ ফেব্রুয়ারি ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তেই নতুন শিক্ষাক্রম হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন সংকটের মধ্যে এ কাজটি সম্পন্ন করা হয়েছে।’

তিনি বলেন, ‘পাঠ্যবইয়ের ভুল সংশোধনে কাজ চলছে। তবে এ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যাচার ও গুজবে কান দেবেন না। সত্যতা যাচাই করুন, অপশক্তিকে প্রতিহত করুন।’

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রমে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা, সৃজনশীলতা, মূল্যবোধ সম্পর্কে শিখতে পারবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রমুখ।

রিটন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়